লাবণ্য শিল্পী
তুমি শুধুই কষ্ট পাবে
এই অবেলায়
কোকিল ডাকে
রাখালের বাঁশি বেজে ওঠে
প্রজাপতি নেচে যায়
শুকনো বকুলের বুকে।
কেনো এই ফিরে আসা?
করুণ সুরে যেনো গেয়ে ওঠে,
ফেলে আসা ভরা জীবনের কান্না।
তুমি বলো,
কেনো সূঁচের মতো
এই হৃদয়ে গেঁথে যাওয়া? কেনো?
ওগো পথিক,
তুমি ফিরে যাও কাশবনে,
ঘড়ায় তোলা জলের কাছে।
ফিরে যাও ওই কাছে
সাজানো বাগানে
দোলন চাঁপার ঘ্রাণে।
এখানে স্রোতোস্বিনী নদীতে
চর পড়েছে-
তাকে বড্ড বেশি
অচেনা মনে হবে।
তুমি নোনা জলে ভিজে উঠবে।
তুমি শুধু কষ্ট পাবে,
শুধুই কষ্ট…