আর আমাদের আকাশ বটে!- খালেদ হোসাইন

খালেদ হোসাইন

আর আমাদের আকাশ বটে!

আগুন থেকে ঝলসে ওঠে হরেক রঙের রোশনাই–
মানুষ পোড়ে মানুষ মরে
আর্তনাদ তো ঘরে ঘরে
সবই কিন্তু কপালের ফের–এতে কারো দোষ নাই।

আর আমাদের আকাশ বটে! ছড়িয়ে দেয় জ্যোৎস্নাই।

জ্যোৎস্না নাকি রক্ত ঝরে
কে আর সেসব হিসেব করে?
আমরা তো সব ঢোঁড়া এখন কালকেউটের ফোঁস নাই।

মাথার ওপর আকাশ বটে! ছড়িয়ে দেয় জ্যোৎস্নাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।