ও মাতৃভূমি, ও মৃত্যুভূমি – পারভেজ চৌধুরী

পারভেজ চৌধুরী

ও মাতৃভূমি, ও মৃত্যুভূমি

আমি কখনই আমার মাতৃভূমিকে মৃত্যুভূমি ভাবিনা ।
ভাবতেও চাইনা ।
এই রক্তজ ভূমির প্রতিটি ভাঁজে ভাঁজে আমার নিঃশ্বাস
প্রিয় স্বদেশে আমার আকাশ
আমি তার নির্ভার, ডানামেলা পাখি,
ভুলতে যেয়ে আরো ভালোবেসে ফেলি তাঁকে।
দিনযাপনের হিসেব নিকেষ এই মাটিতে
আমি কখনই আমার মাতৃভূমিকে মৃত্যুভূমি ভাবিনা ।

খুন হয়ে যাওয়া বন্ধুর মুখ
তাকিয়ে থাকা নিস্তেজ চোখ,
ক্ষত বিক্ষত চিত্রল স্মৃতির ত্রস্ত জনপদ
হারিয়ে যায় স্ব-কাল, বারবার
চারদিকে জ্বলে ওঠা চকচকে অন্ধকার,
কালোহাত,
রক্তপাত,
ধর্মের দূরারোগ্য বির্দীণ বাতাস
সপাং সপাং চাপাতির কোপ মগজে বিধে …
তবুও
আমি কখনই আমার মাতৃভূমিকে মৃত্যুভূমি ভাবিনা,
ভাবতেও চাইনা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।