ক্যাপশন – শামীম সিদ্দিকী

শা মী ম সি দ্দি কী
ক্যাপশন

নিরুদ্দেশ হাওর জুড়ে কলকল ঢেউ নাচে মানিক রতন
দিন যাচ্ছে পানি-চিন্তায় থমকে যাচ্ছে মন
গোপনে গোপনে যদি থামে
না নামে আর উথালি পাথালি তাজা ঢল
লেলিহান লোভের দানব স্রাব দিয়ে ভরায় জঞ্জাল
যদি থকথকে পুঁজ-রক্ত বিষাক্ত তরল ঢাকে হাওর
ভাবে লোকে টাকা খাবে
পানি বাতাস ঝলমলে মাছ
বাঁশির সুরের মতো লকলকে আনাজ বিকিয়ে
ভাবে টাকার স্তূপে জলধি ভরাবে যদি
এমনই মূঢ়তা
আর ঢেউ না ওঠে মনে

সর্বান্তকরণে পিরিতে আগলাই
তাই হাওরের মিঠা পানি
এই আমি নিজেকে স্বচ্ছ জলের
সামান্য জীব বলেই যে মানি!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।