চল সুধাংশু পালাই – পারভেজ চৌধুরী

পারভেজ চৌধুরী
চল সুধাংশু পালাই

চল সুধাংশু পালাই
পড়ে থাক বাস্তুভিটা, স্মৃতির কড়িকাঠ
মুখরিত সবুজ,
লতাগুল্ম
বাশঝাড়
কলকল করা অরুণিতার হাসি।

পাগলামী নয় বন্ধু, পালাই এক্ষুণি

শিরশির করা ঘাড়ের দিব্যি তোকে
স্বপ্নময় হাত থেকে খসে পড়া আঙ্গুলের দোহায়
অতশত ভাবার কি আছে?
চল পালাই …

তুইতো জানিস, টগবগ করা দেহটা
হিসেব করা চাপাঁতির কোপে
রাস্তায় পরে থাকবে একদিন নিথর হয়ে
রক্তাক্ত
ক্ষত-বিক্ষত
ঘিরে ধরবে চারপাশ ব্যর্থ পুলিশ, ছকবাঁধা অনুসন্ধানী সাংবাদিক
হাহাকার ছেয়ে যাবে আকাশ বাতাস
শিশিরের মত রক্ত জমে জমে রাজপথের কংক্রিট হয়ে যাবে
অনুভবে অনুড়নে
ছেড়াখোঁড়া…
সময় নেই বন্ধু
সুধাংশু, চল পালাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।