হাসান জাকির
তোরে কেউ খুন করেনি!
আকাশে শিকারি চিল
সীমান্তে হায়েনার আনাগোনা
চলছে হত্যার মিছিল
বিচােরের নামে দেখি প্রহসন
মানবতা কেঁদে মরে
ভেঙে যায় মন
কাঁটাতারে ঝুলছে বিবেক
ফেসবুক স্ট্যাটাসে লাইক শেয়ার
ধীরে ধীরে নিভছে আবেগ
ওরা বড্ড বন্ধু মোদের
বসে বসে সংখ্যা গুনি
লাশের সারি বাড়তে থাকুক
কার কী আসে-যায় শুনি
হতভাগী ফেলানি
তোরে কেউ খুন করেনি!