দরোজা – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

দরোজা

কোনো অবলম্বন ছাড়া
শুধু চৌকাঠে দরোজা দাঁড়িয়ে থাকে না।

পৃথিবীর প্রথম দরোজা নির্মাণের আগে
হয়তো ভাবনা ছিলো
আড়ালের আছে প্রয়োজন।

গৃহের সুরক্ষার জন্যে দরোজার অন্দরে
আমরা কেবল খিল এঁটে দেই।
নিজেকে বন্দি করে খুশি হই!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।