পাগলি তোমার মনের হরিণ ধরবো বলে পণ করেছি – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

পাগলি তোমার মনের হরিণ
ধরবো বলে পণ করেছি

পাগলি তোমার মনের হরিণ
ধরবো বলে পণ করেছি
তোমার কাছে থাকবো বলে
একটা গহীন গাঙ খুঁড়েছি।

পাগলি তোমার বুকের ভেতর
অতল স্রোতের পথ ধরেছি
তোমার আমার ঢেউয়ের নেশা
জাগবে বলে পাল তুলেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।