আরিফ ওবায়দুল্লাহ
বালিঘড়ি
বুকের ভেতর একটা বালিঘড়ি বসানো থাকে।
সময়ে-অসময়ে সে উল্টে যায়
সময় মাপতেই।
পৃথিবীর জংশনে এসে সময়ও দুভাগ হয়।
‘টাইম এ্যান্ড স্পেস’-এর সীমারেখা নির্ধারণ করতে করতেই হাতের সময় আমরা ফুরিয়ে ফেলি।
তবে বালিঘড়িটা কারও না কারও বুকে থেকেই যায়।