মেঘের বাড়ি – সায়মা শারমিন

সায়মা শারমিন

মেঘের বাড়ি

একটি কবিতা লিখবে বলেছিলে,
অথবা একটি গান, হোক একটি এলোমেলো গদ্যাংশ..

ঝরে যাওয়া একটি বিবর্ণ পাতার মর্মর ধ্বনি,
সর্ষে ফুলের মাঝে ছোট্ট টিপ পরা বালিকার মুচকি হাসি
একটি পাহাড়ী মেয়ে,
কতগুলো সিঁড়ির ধাপ
একগুচ্ছ বকুলের মালা
শিরা-উপশিরায় প্রবাহমান টুকরো টুকরো অনুভূতি..
চিবুকে আলতো ছোঁয়া,
শান্তির পায়রাদের বিচরণ…

পূর্ণ হোক
তোমার কবিতার শান্ত শব্দমালা…

ডায়েরীর পাতাগুলো তেমনই থাকুক,যেমন আছে..
ধুলোবালি জমুক পুরনো শব্দগুলোয়,
মলিন,স্যাঁতসেঁতে জানালায় শিউলির গন্ধ নেই।

রঙীন পর্দায় আড়ালের গান বাজুক
গাংচিলের পথ ধরে ছন্দ খুঁজে নিও
মেঘের বাড়ির সাথে হবে সুর বিনিময়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।