শা মী ম সি দ্দি কী
ম্যাকাউ
আমার চারপাশে ওড়ে অসংখ্য ম্যাকাউ
শন শন শন
রঙিন আর সুপ্রশস্ত ডানার কাঁপন
ঘুরে ঘুরে যপ করে
রঙিন রঙিন যতো
ওদের এ বর্ণ-বিভায় আমি ঘেমে যাচ্ছি
ক্লান্তি জাগছে মনে
নিষ্ঠ অবসাদ
কিন্তু এরা কোথা থেকে এসে থাকে
এরা তো ছিলো না এখানে
আমার কলাপাতা পোস্ট অফিস কলাই ক্ষেত
কোথাওই না
চিন্তা আর অনুভূতির
আজব কুদরতি এ তো
আমার পা তো হড়কে যাচ্ছে
ভড়কে যাচ্ছে দোয়েল পাখির ডানা
নেশাযুক্ত আধপাগল এই ম্যাকাউ সরাও
আর আমায় কিছু শর্ষেদানা
থানকুনি রস চালতাপাতা দাও