খালেদ হোসাইন
সত্যি, মনোমুগ্ধকর ভঙ্গিতে আমরা এগিয়ে যাচ্ছি…
কোনো অন্যায়ই আমাদের বিবেককে আর স্পর্ধিত করে না
কারণ, তাকে আমরা ধোপার মতো আছড়ে,
কামারের মতো থেঁতলে, কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করতে পেরেছি।
এখন আগুনে আর আলো নেই, কাঙ্ক্ষিত উষ্ণতা নেই
এখন সে কেবল দগ্ধ করে মানুষ ও মনুষ্যত্ব
আর আমরা দুর্দান্তভাবে রপ্ত করতে পেরেছি আগুন নিয়ে খেলা।
লাশের পরে লাশ মাড়িয়ে আমরা এখন উল্লাসে মেতে উঠতে পারি।
ঝলসানো মুখের দৃশ্য বা আর্তনাদ বা হাহাকার
আমাদের আর কাতর করতে পারে না
সেইসব দৃশ্য পাশে সরিয়ে আমরা মেতে উঠতে পারি
মশলার গন্ধ ছড়ানো খাবার টেবিলে
অট্টহাসিতে চারপাশকে সচকিত করে তুলতে পারি
তুমুল রসিকতায়।
আমাদের মনে আর আলো নেই, কাঙ্ক্ষিত উষ্ণতা নেই
আমাদের হৃদয়ে আর কোনো মানবিক স্পন্দন নেই
আমাদের আর কোনো গন্তব্য নেই
সত্যি, মনোমুগ্ধকর ভঙ্গিতে আমরা এগিয়ে যাচ্ছি..