ক্যাথেরিন গ্রাহাম / অনুবাদ : পারভেজ চৌধুরী
সবকিছু ছেড়ে এসেছি
আমি ফিরে যেতে চাই আমার সূবর্ণ দ্বীপে ।
ফিরে যাবো আমার ঘর-বাড়ীতে,
সমুদ্র থেকে বুক ভরে নিঃশ্বাস নেব।
অনেক তো পথ হাঁটা হলো
“বেলফাস্ট অন অরেঞ্জ” মার্চ এর সময়ে
তোমরা দুজন চুমুক দিচ্ছিলে চায়ে
কাপ উঠানামা করছিল
মাঝখানে ছিলো কাঁচের দেয়াল।
হৃদস্পন্দন যখন বন্ধ হবে ড্রাম এর মত
আমি জানি,আরো অনেকটা যেতে হবে
সেইজন্যে সবকিছু ছেড়ে দিয়ে এসেছি ।