সামুদ্রিক – শামীম সিদ্দিকী

শা মী ম সি দ্দি কী
সামুদ্রিক

সমুদ্রের কোলের উপর আমি মুখ রেখেছিলাম
এ ছাড়া আমার কোন উপায় ছিলো না
সত্তার নাড়ির মধ্যে জাগরিত অন্তহীন তরঙ্গ দুর্বার
পৃথিবীর সব জল এসে মিলেমিশে নুন হয়ে পড়ে
সব স্মৃতি সুখ দুরন্ত কামনা

সমুদ্রের ফেনার সাখে লেগে থাকে তার হাসি
জোয়ারের অগ্রভাগে জেগে থাকে তার চোখ
আমি সমুদ্রের কাছে যেতে চাই
আমি তার কাছে যেতে চাই
সমুদ্রের চোখের সাথে চোখ
অবারিত ফেনার সাথে তরঙ্গ উল্লাস
তার বাহু ও কোলের ভঙ্গি
সমুদ্রের শান্ত কথকতা–বিস্তৃত বিপুল
এবং তা ঘোর বর্ষায় রাত্রিকালে ফুঁসে উঠতে পারে
আমি তার উত্তুঙ্গ ঊর্মী দোলায়
অভীপ্সার ডিঙ্গি ভাসাতে চাই
অনর্গল আছড়ে পড়ে আমি লোনা হতে চাই

পৃথিবীর সব জল সমুদ্রের দিকে আসে
আমি
তার কাছে যেতে চাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।