সুগন্ধনগর – শামীম সিদ্দিকী

শামীম সিদ্দিকী
সুগন্ধনগর

একটা ট্রেনের চাকা ঘুরে গেলে গ্রামের সকাল
জন্মভূমি, প্রবল বাতাস কেটে উড়ে চলে মন
ট্রেনের দুপাশে বৃষ্টি অবিরত প্রশান্ত প্রবল
কতো মাঠ জলাশয় ফসলের মোহ কেটে কেটে
ট্রেন চলে মায়ের স্নেহের কাছে, সুগন্ধনগর
আমার ঘরের পাশে থোকা থোকা গোলাপ ফুটেছে

একটা ট্রেনের চাকা ঘুরে গেলে শান্তি পেলো মন
মাটির কোলের কাছে পুকুরের ধারে বসে থাকা
অমূল্য লগন–কতো রঙ ঘুড়ি এসে খেলা করে
দুরন্ত শৈশব। এতো নীল আকাশ দেখি না আমি
কতোকাল–দিগন্তরেখায় বনের ওপার থেকে
লাল-নীল পরী আসে না স্বপ্নের কল্পকথা নিয়ে

একটা ট্রেনের চাকা ঘুরে গেলে অগ্রহায়ণের
ধানের সুবাসভরা সোনাঝরা মাঠ হাঁড়িচাচা
ঘুঘুর কুজন, কৈ-মাগুড়-শোল মাছেদের লাফ
মায়ের সামনে বসে পীড়পিড়ি অমৃত ভোজন
ট্রেনের চলার স্বরে হুঁ হুঁ করে ভিজে ওঠে চোখ
কোথায় ছুটেছি আমি–জন্মস্থান, মায়ের আদরে!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।