তোরে কেউ খুন করেনি! – হাসান জাকির

হাসান জাকির

তোরে কেউ খুন করেনি!

আকাশে শিকারি চিল

সীমান্তে হায়েনার আনাগোনা

চলছে হত্যার মিছিল
 
বিচােরের নামে দেখি প্রহসন
মানবতা কেঁদে মরে
ভেঙে যায় মন
 
কাঁটাতারে ঝুলছে বিবেক
ফেসবুক স্ট্যাটাসে লাইক শেয়ার
ধীরে ধীরে নিভছে আবেগ
 
ওরা বড্ড বন্ধু মোদের
বসে বসে সংখ্যা গুনি
লাশের সারি বাড়তে থাকুক
কার কী আসে-যায় শুনি
 
হতভাগী ফেলানি
তোরে কেউ খুন করেনি!

দরোজা – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

দরোজা

কোনো অবলম্বন ছাড়া
শুধু চৌকাঠে দরোজা দাঁড়িয়ে থাকে না।

পৃথিবীর প্রথম দরোজা নির্মাণের আগে
হয়তো ভাবনা ছিলো
আড়ালের আছে প্রয়োজন।

গৃহের সুরক্ষার জন্যে দরোজার অন্দরে
আমরা কেবল খিল এঁটে দেই।
নিজেকে বন্দি করে খুশি হই!

বালিঘড়ি – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

বালিঘড়ি

বুকের ভেতর একটা বালিঘড়ি বসানো থাকে।
সময়ে-অসময়ে সে উল্টে যায়
সময় মাপতেই।

পৃথিবীর জংশনে এসে সময়ও দুভাগ হয়।

‘টাইম এ্যান্ড স্পেস’-এর সীমারেখা নির্ধারণ করতে করতেই হাতের সময় আমরা ফুরিয়ে ফেলি।
তবে বালিঘড়িটা কারও না কারও বুকে থেকেই যায়।