এ্যান লিস এন্ডারসন / অনুবাদ: পারভেজ চৌধুরী
বলতে বলতে ক্লান্ত
মেঘে মেঘে লিখে রাখি আমি তোমাকে ভালবাসি
সেই মেঘ ভেসে চলে যায়।
বৃক্ষে বৃক্ষে লিখে রাখি আমি তোমাকে ভালবাসি
কারা যেন কেঁটে ফেলে সব বৃক্ষ।
সমুদ্রের বেলাভূমিতে লিখে রাখি আমি তোমাকে ভালবাসি
ঢেউ এসে মুছে দেয় সব।
বাতাসে কান্না দিয়ে লিখে রাখি আমি তোমাকে ভালবাসি
চঞ্চল বাতাস সেই সবের কিছুই শুনেনা
খুব ছোট একটি চিঠি
আমি তোমাকে ভালবাসি
কোনদিন তা’ পোস্ট করা হলোনা,
পাঠানো হলোনা।
তুমিতো জানোই
তোমাকে কতটা ভালোবাসি?
হৃদয়ের মাঝে কেবলই তুমি।