ক্যাপশন – শামীম সিদ্দিকী

শা মী ম সি দ্দি কী
ক্যাপশন

নিরুদ্দেশ হাওর জুড়ে কলকল ঢেউ নাচে মানিক রতন
দিন যাচ্ছে পানি-চিন্তায় থমকে যাচ্ছে মন
গোপনে গোপনে যদি থামে
না নামে আর উথালি পাথালি তাজা ঢল
লেলিহান লোভের দানব স্রাব দিয়ে ভরায় জঞ্জাল
যদি থকথকে পুঁজ-রক্ত বিষাক্ত তরল ঢাকে হাওর
ভাবে লোকে টাকা খাবে
পানি বাতাস ঝলমলে মাছ
বাঁশির সুরের মতো লকলকে আনাজ বিকিয়ে
ভাবে টাকার স্তূপে জলধি ভরাবে যদি
এমনই মূঢ়তা
আর ঢেউ না ওঠে মনে

সর্বান্তকরণে পিরিতে আগলাই
তাই হাওরের মিঠা পানি
এই আমি নিজেকে স্বচ্ছ জলের
সামান্য জীব বলেই যে মানি!

হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না

বুকের ভেতর এলোমেলো
কাউকে পোষো
হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না।

নতুন করে ভাবো বলে
জাপটে ধরো
রাত্রিটাকে বুকে টানো কেউ দ্যাখে না।

পায়ের উপর আলসেমিটা
আছড়ে পড়ে
শরীরটাকে ছাড়িয়ে নেওয়ার নেই বাসনা।

চুলের উপর ফুলের শোভা
কেউ দ্যাখে না!
পাগলামিটা ভেতর ভেতর, মন বাসনা।

শ্রাবণ ঢলের বৃষ্টি হলো
ভাদ্র মাসে
হয়তো তোমার রাধার মন কেউ জানে না।

ঘাসের ডগায় ফড়িঙগুলোর
রঙ ছড়ানো
সবুজ জমিন উদার করে কেউ রাখে না!

বুকের ভেতর এলোমেলো
কাউকে পোষো
তোমার আঁকা ছবিখানা কেউ দ্যাখে না!

আকাশটাকে নামিয়ে এনে
বুকে ধরো
হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না।

পাগলি তোমার মনের হরিণ ধরবো বলে পণ করেছি – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

পাগলি তোমার মনের হরিণ
ধরবো বলে পণ করেছি

পাগলি তোমার মনের হরিণ
ধরবো বলে পণ করেছি
তোমার কাছে থাকবো বলে
একটা গহীন গাঙ খুঁড়েছি।

পাগলি তোমার বুকের ভেতর
অতল স্রোতের পথ ধরেছি
তোমার আমার ঢেউয়ের নেশা
জাগবে বলে পাল তুলেছি।