ডেনিস লি / অনুবাদ : পারভেজ চৌধুরী
শিরদাঁড়া
মা আমার শিখিয়েছে চোখ, মুখ, হাত
মা আমার দেখিয়েছে চন্দ্রিমা রাত ।
মা আমার বুঝিয়েছে সময়কে ধরা
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পরা।
মা আমার শিখিয়েছে হৃদয়ে ভূমি
হাইওয়ে হেঁটে যাওয়া, সাথে থাকা তুমি।
মা আমার বুঝিয়েছে ক্ষুধার জ্বালা
ঘুরেও যেতে পারে সময়ের পালা।
মা আমার শিখিয়েছে হতে দূর্বার
শিরদাড়া সোজা রেখে হাঁটা বারবার।
মা আমার শিখিয়েছে মন এবং ঘর
কখনও জল হতে কখনও পাথর।