শামীম সিদ্দিকী
আমি কি পাথর যে আমি কাঁদবো না
যে আমি ভূমিতে এসেছি
গায়ে নিঃশেষে জড়িয়েছি বাতাস
ভূমির ওপর চোখ শরীর
লতা-পাতা গাছ
যে আকাশ রঙ মেঘ রংধনু নক্ষত্রখচিত
জীবন আমার
মনের মানচিত্রে থাকা মানুষের মুখ
যে প্রীতি চালিত করে
শিশুদের টলটলে চোখ
ওই ছেলেটির
মুখ মনে এলে দেখি
কেঁপে কেঁপে ভেঙে ভেঙে পড়তে থাকে
প্রতীতি চিন্তার ধ্বস
যে পৃথিবীকে জীবন বলি
লেলিহান নির্মম বিভীষিকা
ছাই হয়ে উড়ে যাচ্ছে
লালাভ আকাশ
আমি কি পাথর যে রাকিবের মুখ দেখে
তবু আমি কাঁদবো না
ভয়ে আমি কাঁপতে থাকি
শিশুহত্যালোকে
কিছুতেই শান্ত হতে পারি না জানো
অসহ্য যন্ত্রণা থাকে প্রতিটি পলকে
আমাকে কাঁদতে দেখে কেউ আমাকে ছিঁচকাঁদুনে বলো না
হয়তো ভুলেই হবে কুকুরে খায়নি আমার আত্মা ও বিবেক
কোলে না চরে স্কুলে না গিয়ে ফুলের মতো
যে শিশুটি জীবন টানতে গেলো
ওর হত্যা মানে তো
পৃথিবীটাই মরে গেছে
আহা
মরে গেছে সমস্ত মানুষ!