চল সুধাংশু পালাই – পারভেজ চৌধুরী

পারভেজ চৌধুরী
চল সুধাংশু পালাই

চল সুধাংশু পালাই
পড়ে থাক বাস্তুভিটা, স্মৃতির কড়িকাঠ
মুখরিত সবুজ,
লতাগুল্ম
বাশঝাড়
কলকল করা অরুণিতার হাসি।

পাগলামী নয় বন্ধু, পালাই এক্ষুণি

শিরশির করা ঘাড়ের দিব্যি তোকে
স্বপ্নময় হাত থেকে খসে পড়া আঙ্গুলের দোহায়
অতশত ভাবার কি আছে?
চল পালাই …

তুইতো জানিস, টগবগ করা দেহটা
হিসেব করা চাপাঁতির কোপে
রাস্তায় পরে থাকবে একদিন নিথর হয়ে
রক্তাক্ত
ক্ষত-বিক্ষত
ঘিরে ধরবে চারপাশ ব্যর্থ পুলিশ, ছকবাঁধা অনুসন্ধানী সাংবাদিক
হাহাকার ছেয়ে যাবে আকাশ বাতাস
শিশিরের মত রক্ত জমে জমে রাজপথের কংক্রিট হয়ে যাবে
অনুভবে অনুড়নে
ছেড়াখোঁড়া…
সময় নেই বন্ধু
সুধাংশু, চল পালাই

ও মাতৃভূমি, ও মৃত্যুভূমি – পারভেজ চৌধুরী

পারভেজ চৌধুরী

ও মাতৃভূমি, ও মৃত্যুভূমি

আমি কখনই আমার মাতৃভূমিকে মৃত্যুভূমি ভাবিনা ।
ভাবতেও চাইনা ।
এই রক্তজ ভূমির প্রতিটি ভাঁজে ভাঁজে আমার নিঃশ্বাস
প্রিয় স্বদেশে আমার আকাশ
আমি তার নির্ভার, ডানামেলা পাখি,
ভুলতে যেয়ে আরো ভালোবেসে ফেলি তাঁকে।
দিনযাপনের হিসেব নিকেষ এই মাটিতে
আমি কখনই আমার মাতৃভূমিকে মৃত্যুভূমি ভাবিনা ।

খুন হয়ে যাওয়া বন্ধুর মুখ
তাকিয়ে থাকা নিস্তেজ চোখ,
ক্ষত বিক্ষত চিত্রল স্মৃতির ত্রস্ত জনপদ
হারিয়ে যায় স্ব-কাল, বারবার
চারদিকে জ্বলে ওঠা চকচকে অন্ধকার,
কালোহাত,
রক্তপাত,
ধর্মের দূরারোগ্য বির্দীণ বাতাস
সপাং সপাং চাপাতির কোপ মগজে বিধে …
তবুও
আমি কখনই আমার মাতৃভূমিকে মৃত্যুভূমি ভাবিনা,
ভাবতেও চাইনা ।

সুগন্ধনগর – শামীম সিদ্দিকী

শামীম সিদ্দিকী
সুগন্ধনগর

একটা ট্রেনের চাকা ঘুরে গেলে গ্রামের সকাল
জন্মভূমি, প্রবল বাতাস কেটে উড়ে চলে মন
ট্রেনের দুপাশে বৃষ্টি অবিরত প্রশান্ত প্রবল
কতো মাঠ জলাশয় ফসলের মোহ কেটে কেটে
ট্রেন চলে মায়ের স্নেহের কাছে, সুগন্ধনগর
আমার ঘরের পাশে থোকা থোকা গোলাপ ফুটেছে

একটা ট্রেনের চাকা ঘুরে গেলে শান্তি পেলো মন
মাটির কোলের কাছে পুকুরের ধারে বসে থাকা
অমূল্য লগন–কতো রঙ ঘুড়ি এসে খেলা করে
দুরন্ত শৈশব। এতো নীল আকাশ দেখি না আমি
কতোকাল–দিগন্তরেখায় বনের ওপার থেকে
লাল-নীল পরী আসে না স্বপ্নের কল্পকথা নিয়ে

একটা ট্রেনের চাকা ঘুরে গেলে অগ্রহায়ণের
ধানের সুবাসভরা সোনাঝরা মাঠ হাঁড়িচাচা
ঘুঘুর কুজন, কৈ-মাগুড়-শোল মাছেদের লাফ
মায়ের সামনে বসে পীড়পিড়ি অমৃত ভোজন
ট্রেনের চলার স্বরে হুঁ হুঁ করে ভিজে ওঠে চোখ
কোথায় ছুটেছি আমি–জন্মস্থান, মায়ের আদরে!