খায়রুল মোমেন স্বপন
অন্তর্গত
দেখা হতেই জানালে-
নরকের পথে আমি বহুদূর!
তোমরা চলেছো স্বর্গ ধরে।
পেরুতে হবে মৃত্যুর সীমানা,
আপাতত একই পথ দুজনের, চলো-
গল্প করি জীবনের। এসো-
স্বপ দেখি সুন্দরের।
হাতে হাত না ই ধরি,
পাশাপাশি কিছুটা সময়-
অনন্ত বিরহে থেকে যাক কিছু
বিরল স্মৃতি!!