বিভাগের আর্কাইভঃ Uncategorized

হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না – আরিফ ওবায়দুল্লাহ

আরিফ ওবায়দুল্লাহ

হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না

বুকের ভেতর এলোমেলো
কাউকে পোষো
হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না।

নতুন করে ভাবো বলে
জাপটে ধরো
রাত্রিটাকে বুকে টানো কেউ দ্যাখে না।

পায়ের উপর আলসেমিটা
আছড়ে পড়ে
শরীরটাকে ছাড়িয়ে নেওয়ার নেই বাসনা।

চুলের উপর ফুলের শোভা
কেউ দ্যাখে না!
পাগলামিটা ভেতর ভেতর, মন বাসনা।

শ্রাবণ ঢলের বৃষ্টি হলো
ভাদ্র মাসে
হয়তো তোমার রাধার মন কেউ জানে না।

ঘাসের ডগায় ফড়িঙগুলোর
রঙ ছড়ানো
সবুজ জমিন উদার করে কেউ রাখে না!

বুকের ভেতর এলোমেলো
কাউকে পোষো
তোমার আঁকা ছবিখানা কেউ দ্যাখে না!

আকাশটাকে নামিয়ে এনে
বুকে ধরো
হয়তো তোমার পাগলামিটা কেউ দ্যাখে না।