শামসুজ্জামান মিলকী
কাক-পর্ব : এক
কাকের কোকিল কিংবা ময়ূর হবার গল্প সবারই জানা
কাক কি চেয়ে কি পেয়েছে, তা ভেবে দেখেনি কখনও।
কাক বলেই করেছি তাকে সতর্কে না দেখার ভাণ
কাক জানে না, সে পাখির মর্যাদায় অভিষিক্ত।
আমি জানি, কোকিল হতে না পারার ব্যর্থতা তাকে কতটা কর্কশ করেছে,
আমি জানি, ময়ূর-হাঁটা রপ্ত করতে না পারার যন্ত্রণা তাকে কতটা হীনমন্য করেছে,
অথচ কাক জানে না, সময় বদলালেও বদলায় না কারও আত্ম-আচরণ।
কাক ডাকা ভোরে কখনও ঘুম ভাঙে না আমার,
তবে কাকের সঙ্গে সখ্যতা আছে আমার।